Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

পাথরপ্রতিমায় কলেজ পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৮ পিএম

পাথরপ্রতিমায় কলেজ পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর : পাথরপ্রতিমার এক কলেজ পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগে এবার গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার এক সিভিক  ভলেন্টিয়ারকে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, পাথরপ্রতিমা থানার রামগঙ্গা রাজ রাজেশ্বরপুর এলাকার বাড়ি থেকে রবিবার গ্রেফতার করা হয় ওই সিভিক ভলেন্টিয়ারকে। 


জানা যায়,রবিবার সকালে পাথরপ্রতিমা মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসবে যোগ দিতে ওই ছাত্রী যখন বাড়ি থেকে যাচ্ছিল।তখন তাকে রাস্তায় একা পেয়ে টানাটানি করে টোটো তুলে নিয়ে যাবার চেষ্টা করে ওই সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ।


এর পরে ঐ কলেজ পড়ুয়া বাড়ি ফিরে বাবা মাকে সব ঘটনা জানালে ঐ কলেজ পড়ুয়ার পরিবারের তরফে রবিবারই পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের করা হয় ঐ সিভিক ভলান্টিয়ারের নামে।ধৃত সিভিক ভলেন্টিয়ার হলো অমিতাভ বারুই।


অভিযোগের পরে তদন্তে নেমে পাথরপ্রতিমা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে রবিবার রাতে গ্রেফতার করে। সোমবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়।


এদিকে সোমবার সকালে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ঐ কলেজ পড়ুয়ার মেডিকেল পরীক্ষা করা হয় এবং গোপন জবান বন্দির  জন্য ওই ছাত্রীকে পাথর প্রতিমা থানায় নিয়ে যাওয়া হয়।এদিকে ধৃত সিভিক ভলেন্টিয়ার অমিতাভ বারুই তাকে মিথ্যা কেসে  ফাঁসানোর অভিযোগ করেন।