Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

ছত্তিশগড়ে মাও ঘাঁটিতে আইইডি বিস্ফোরণ, জখম ৫ সিআরপিএফ জওয়ান


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৮ এএম

ছত্তিশগড়ে মাও ঘাঁটিতে আইইডি বিস্ফোরণ, জখম ৫ সিআরপিএফ জওয়ান

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদীদের পোঁতা বিস্ফোরক ফেটে জখম পাঁচ সিআরপিএফ জওয়ান। বিজাপুর জেলায় এই ঘটনা ঘটেছে। আইইডি( ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)
ফেটে এই বিস্ফোরণ হয় বলে খবর। ঘটনাটি ঘটে যখন একটি সিআরপিএফ স্কোয়াড ডি-মাইনিং অনুশীলনে বেরিয়েছিল। জানা গেছে, বিস্ফোরণে গুরুতর জখম ওই পাঁচ সিআরপিএফ জওয়ান। তাদের মুখ, চোখ, তলপেটে আঘাত লেগেছে। আহতদের মধ্যে এক অফিসার রয়েছেন।


রবিবার এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিস্ফোরক ফেটে জখম পাঁচ সিআরপিএফ জওয়ান। আহতদের মধ্যে একজন অফিসার রয়েছেন। আইইডি ফেটে এই বিস্ফোরণ হয়। ছত্তিশগড়ের বীজপুরে রবিবার সকাল ৭টা নাগাদ তারেম থানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেই সময় সিআরপিএফ স্কোয়াডের ১৫৩ ব্যাটেলিয়ান ডি-মাইনিং অনুশীলনে বেরিয়েছিলেন। স্কোয়াডটি এলাকার চিন্নাগেলুর সিআরপিএফ ক্যাম্পের অন্তর্গতডিমাইনিং অনুশীলনের সমআইইডি সনাক্ত করতে এবং সেগুলি নিষ্পত্তি করার জন্য, নিরাপত্তা কর্মীরা প্রেসার আইইডির সঙ্গে সংযুক্ত একটি তার দেখতে পান। যখন তারা তারের সঙ্গে সংযুক্ত বোমার সন্ধান করছিলেন, তখন বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন পাঁচ সিআরপিএফ জওয়ান।


প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর  আহত জওয়ানদের বিজাপুর থেকে প্রায় ৪৩০ কিলোমিটার উত্তরে রাজ্যের রাজধানী রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে। আহত কর্মীদের মধ্যে রয়েছেন সিআরপিএফ সহকারি কমান্ড্যান্ট বৈদ্য সংকেত দেবীদাস, ইন্সপেক্টর সঞ্জয় কুমার এবং কনস্টেবল বি পবন কল্যাণ, লোচন মাহাতো এবং ধোল রাজেন্দ্র আশ্রুবা।