Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আজ পৃথিবীর আকাশে দুটো চাঁদ, বিরল মহাজাগতিক দৃশ্য


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৭ পিএম

আজ পৃথিবীর আকাশে দুটো চাঁদ, বিরল মহাজাগতিক দৃশ্য

পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ পৃথিবীর আকাশে দুটো চাঁদ, বিরল মহাজাগতিক দৃশ্য। আজ পৃথিবী সাময়িক সময়ের জন্য একটি মিনি চাঁদ পাবে। যার নাম '২০২৪ পিটি-৫'বিজ্ঞানীরা জানিয়েছে, স্পেশাল দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে এই '২০২৪ পিটি-৫' কে।  '২০২৪ পিটি-৫' নামক এটির ব্যাস মাত্র দশ মিটার এবং এটি সৌরজগতের বিশালতায় ফিরে যাওয়ার আগে প্রায় ৫৩ দিন পৃথিবীর কক্ষপথে থাকবে। এই মিনি চাঁদ অতি ক্ষুদ্র। চাঁদের ব্যাস ৩,৪৭৬ কিলোমিটার।  '২০২৪ পিটি-৫' ৩,৫০,০০০ গুণ ছোট ছোট, ফলে খালি দেখা যাবে না। রাত দেড়টার পরে পৃথিবীর আকাশে দেখা যাবে এই ক্ষুদ্র চাঁদকে।

উল্লেখ্য, কোনও গ্রহের চারপাশে প্রাকৃতিকভাবে প্রদক্ষিণকারী যেকোনও বস্তুকে চাঁদ বলা হয়। শনি গ্রহের ১৪৬টি পরিচিত চাঁদ রয়েছে এবং বৃহস্পতির ৯৫টি পরিচিত। মঙ্গল গ্রহের দুটি চাঁদ রয়েছে এবং পৃথিবীতে মাত্র একটি চাঁদ রয়েছে।
শুক্রের কোনও পরিচিত চাঁদ নেই। ISRO'র পর্যবেক্ষণ অনুযায়ী, '২০২৪ পিটি-৫' এটি "পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করবে না"।