Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু মুসলিম যুবকের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৫ পিএম

ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু মুসলিম যুবকের
শোকস্তব্ধ পরিবার

দেবশ্রী মজুমদার, ২৯ সেপ্টেম্বর: নলহাটি: ট্রেন থেকে পড়ে মহারাষ্ট্র রাজ‍্যে মৃত‍্যু শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম আলিমুল শেখ।  বয়স ২১ বছর। বাড়ি নলহাটি দুই নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামে। মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 



পরিবার সূত্রে জানা গেছে,  ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল আটটা নাগাদ  মৃত পরিযায়ী শ্রমিক আলিমুল শেখের বাড়িতে সমবেদনা জানাতে হাজির হন ঐ অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা।


জানা যায়,  মহারাষ্ট্রের পুনেতে সে রাজমিস্ত্রির কাজ করতো। বাবা ও ছেলে দুজনেই একসাথে কাজ করতো। আলিমুল শেখ হঠাৎ অসুস্থ হওয়ায় ডাক্তার দেখানোর জন্য ট্রেন ধরতে যাচ্ছিলেন ওখানে। ট্রেনে চাপতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ। রবিবার  তার দেহ ময়না তদন্তের পর গোকুলপুর গ্রামে বাড়িতে আনা হচ্ছে। খবর পেয়ে গ্রামে ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। বাড়িতে ভিড় জমাচ্ছেন আত্মীয়-স্বজন থেকে এলাকাবাসীরা। খবর পেয়ে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছেন তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরী দফতরের কর্মাধ্যক্ষ নাগর চন্দ্র কোনাই, ওই অঞ্চলের ওয়ার্ড সভাপতি সহ আরো অনান্য নেতৃত্বরা। এ বিষয়ে জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ নাগর চন্দ্র কোনাই বলেন, সরকার পরিবারের পাশে আছে। তাদের সব রকম সাহায্য করা হবে।