Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দিল্লিতে হিট অ্যান্ড রান, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০১ পিএম

দিল্লিতে হিট অ্যান্ড রান, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর

দিল্লি, ২৯ সেপ্টেম্বরঃ দিল্লিতে হিট অ্যান্ড রান, কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হল এক পুলিশ কর্মীর। বেপরোয়া গতি কমাতে বলায়, গাড়িটি টেনে হিঁচড়ে তাকে ১০ মিটার নিয়ে যায়। মাথায় আঘাত লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাঁর। শনিবার গভীর রাতে রাজধানীর নাংলোই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, দিল্লির নাংলোই এলাকায় সিভিল পোশাকে পেট্রোলিং ডিউটি করছিলেন তিরিশ বছর বয়সি কনস্টেবল সন্দীপ। কনস্টেবল বাইকে ছিলেন। সেইসময় একটি বেপরোয়া গতিতে আসা একটি ওয়াগন আর তার বাইকটিকে ওভারটেক করে বেরিয়ে যায়। সন্দীপ ওই ওয়াগন আরকে ইশারা করে চালককে গাড়ির গতি কমাতে বলেন। কিন্তু বিলাসবহুল গাড়ির চালক গতি বাড়িয়ে সন্দীপের বাইকের পিছনে ধাক্কা মারে। বাইক সমেত সন্দীপকে ১০ মিটার টেনে নিয়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত পান সন্দীপ। কাছাকাছি থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থার অবনতিতে তাকে অপর একটি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে পুলিশ কর্মীর।


সিসি ক্যামেরায় ক্যামেরায় ধরা পড়েছে পুলিশকর্মী গাড়ির চালককে গতি কমানোর ইশারা করেছিলেন, কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে তাকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ওই গাড়িতে দুইজন আরোহী ছিলেন। ঘটনার পরেই গাড়িটিকে রেখে দিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু সহ খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সিনিয়র পুলিশ অফিসার জিমি চিরাম সন্দীপের মৃত্যুর খবর নিশ্চিত করেন।


জানা গেছে, সন্দীপে বাড়িতে তার মা, স্ত্রী ও পাঁচ বছরের পুত্রসন্তান রয়েছে। সূত্রের খবর, গাড়িতে এক আরোহী বেআইনি মদের ব্যবসায় জড়িত, তবে পুলিশ এই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি