Mon, July 1, 2024

ই-পেপার দেখুন
logo

কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের


Shamima Ahasana   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ১০:০০ পিএম

কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

পুবের কলম ওয়েব ডেস্ক: স্বস্তি মিলেও মিলল না। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জামিন দিয়েছিল কেজরিওয়ালকে। এই খবর শুনে আপ শিবিরে খুশির বন্যা বইছিল। শুক্রবার বিকেলেই তিহার থেকে মুক্তি পাবেন, এমন স্বপ্ন দেখা শুরু করেছিলেন কেজরিওয়ালও। কিন্তু শেষ মুহুর্তে জামিন সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে দিল দিল্লি হাইকোর্ট।

রাউস অ্যাভিনিউ কোর্টে যখন জামিন পাচ্ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, তখন বারবার এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে ইডি। তারা আরও দু'দিন সময় চেয়েছিল। কিন্তু বিচারক ন্যায় বিন্দু ইডির এই আবেদন শোনেননি। স্বস্তি দেওয়া হয়েছিল কেজরিকে। এরপরই জামিনের বিরোধীতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্ত হয় ইডি আধিকারিকরা। শুক্রবার সকালেই দিল্লি হাইকোর্ট জামিন রায়ের উপর স্থগিতাদেশ দেয়। বিচারপতিরা জানিয়ে দেন, যতদিন আবগারী দূর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে হাইকোর্টে, ততদিন রাউস অ্যাভিনিউ এর রায় কার্যকর হবে না। অর্থাৎ, যতদিন দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের মামালার শুনানি শেষ না হচ্ছে, ততদিন আর কোনওভাবেই জামিন পাবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

ইডি দিল্লি হাইকোর্টে যুক্তি দেয়, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি যথেষ্ট প্রভাবশালী। তদন্তের এই পর্যায়ে তিনি জেলমুক্ত হলে তদন্তে প্রভাব খাটাবেন। অতএব তাকে যেন কোনওভাবেই জামিন না দেওয়া হয়। তাছাড়া নিম্ন আদালতে ইডির পক্ষ থেকে জামিনের আগে যুক্তি পেশ করার জন্য বারবার সময় চাইলেও সেখানকার বিচারক ইডির কোনও কথাই শোনেননি।

শুক্রবার দিল্লি হাইকোর্টে ইডির মামলা শুনছিল বিচারপতি সুধীর কুমার জৈন ও রবিন্দর দুদেজার অবকাশকালীন বেঞ্চ। ইডির পক্ষ থেকে আইনজীবী হিসেবে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু।

উল্লেখ্য, আবগারী দূর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আপাতত তিহারেই রয়েছেন তিনি।