Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

বাড়ি বুলডোজের আতঙ্ক! হায়দরাবাদে আত্মহত্যা গৃহবধূর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৬ পিএম

বাড়ি বুলডোজের আতঙ্ক! হায়দরাবাদে আত্মহত্যা গৃহবধূর

বাড়ি বুলডোজের আতঙ্ক! হায়দরাবাদে আত্মহত্যা গৃহবধূর
 
হায়দরাবাদ, ২৮ সেপ্টেম্বরমহামারী নয়, যুদ্ধ নয়, আতঙ্ক বুলডোজ! বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ভয়ে নিজের জীবন শেষ করে দিলেন এক মহিলা হায়দরাবাদের কুকাটপল্লীতে ২৭ সেপ্টেম্বর আত্মহত্যা করলেন এক গৃহবধূ। অভিযোগ হায়দরাবাদের ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেট প্রোটেকশন এজেন্সি (এইচওয়াইডিআরএ) তার বাড়ি ভেঙে দেবে বলে আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কাতেই চরম পরিণতি বেছে নেন ওই গৃহবধূ তবে মৃত্যু নিয়ে এইচওয়াইডিআরএ-এর চেয়ারম্যান এভি রঙ্গনাথ স্পষ্ট করেছেন যে আত্মহত্যার সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই জি বুচাম্মার বাড়ি বুলডোজের তালিকায় ছিল না।
 
জানা গেছে, কুকাটপল্লীর যাদব বস্তির বাসিন্দা জি বুচাম্মা এবং তার স্বামী জি শিভাইয়া-র তিনটি মেয়ে রয়েছে ওই দম্পতি তাদের তিন কন্যার জন্য বসত বাড়িটি যৌতুক হিসেবে ভাগ করে দিয়েছিলেন
সম্প্রতি এইচওয়াইডিআরএ- সংস্থার তরফে বুচাম্মার বাড়ির আশেপাশের ঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল ফলে আতঙ্কিত হয়ে পড়েন বুচাম্মা তিনি মনে করেন তাঁর বাড়িটিও গুঁড়িয়ে দেওয়া হবে আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি জানা গেছে, এইচওয়াইডিআরএ ওই এলাকায় সমীক্ষায় চালিয়েছিল কিন্তু কোনও নোটিশ জারি করেনি
মৃতার মেয়েরা জানিয়েছেন, তার মা একজন খুব সাহসী, সৎ চরিত্রের মানুষ ছিলেন তবে তিনি যে চরম পদক্ষেপ নেবেন, তারা বুঝতে পারেনি জি বুচাম্মার আত্মীয়রা জানিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন তার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আতঙ্কে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ