Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

আমেরিকা হারিকেন হেলেনের আঘাতে নিহত ৪৬


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৭ পিএম

আমেরিকা হারিকেন হেলেনের আঘাতে নিহত ৪৬


ফ্লোরিডা, ২৮ সেপ্টেম্বর: আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনএতে এখনও পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেনঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন অন্তত ৪৬ লক্ষ মানুষবৃহস্পতিবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেনএ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ মাইলযুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত আঘাত হানা ১৪তম শক্তিশালী ঘূর্ণিঝড় এটিব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস হেলেনকে ক্যাটাগরি ৪বা সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছেআর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, এই ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারেএদিকে হেলেনের আঘাতে বিগ বেন্ড ও তার আশপাশের এলাকার বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছেঅনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেরাস্তা-ঘাট তলিয়ে গেছেফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও আকস্মিক বন্যা দেখা দিয়েছেপানিতে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় কর্মকর্তারা নৌকা ও হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বিগ বেন্ডে আছড়ে পড়ার পর কিছুটা দুর্বল হয়ে জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে হতে থাকে হেলেনশুক্রবার বিকেলের দিকে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয় হেলেন। বন্যা ও খারাপ আবহাওয়ার কারণে জর্জিয়ার ১৫০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন ন্যাশনাল গার্ডের ১ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।