Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

পিছু হটতে নারাজ হিজবুল্লাহ, ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫১ এএম

পিছু হটতে নারাজ হিজবুল্লাহ, ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা


বেইরুট, ২৭ সেপ্টেম্বর: আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স আরব দেশগুলোর যুদ্ধবিরতির আবেদন খারিজ করে দিয়ে লেবাননে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে যায়নবাদী সেনা তবে পিছু হটেত নারাজ হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা সমান তালে ইসরাইলকে সমুচিত জবাব দিচ্ছে ইসরাইলের উত্তরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে লেবানন থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে লেবাননের সীমান্তবর্তী গ্রাম শহরগুলিতে বিমান হামলা জারি রেখেছে ইসরাইল এই হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হন হিজবুল্লাহ ইসরাইলি বাহিনী দুই পক্ষই খবর নিশ্চিত করেছে এরই মধ্যে  লেবাননে সর্বশক্তি দিয়ে হামলা চালাতে সেনাকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু  ইসরাইলি বাহিনী বলেছে, বৃহস্পতিবার তারা লেবাননের দক্ষিণে এবং দেশটির পূর্বে বেকা উপত্যকায় হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের দাবি, হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের পথ বন্ধ করতে হামলা চালিয়েছে তারা এদিকে, হিজবুল্লাহ বলেছে, তারা কিরইয়াত আতা বসতি লক্ষ্য করে ৫০টি রকেট এবং সাফেদ শহর লক্ষ্য করে ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দুটো এলাকাই ইসরাইলের উত্তরাঞ্চলে অবস্থিত এদিকে ইয়েমেন থেকেও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এই হামলাটি চালিয়েছে আনসারুল্লাহ

 

লেবানন ইসরাইলের সংঘাত বন্ধে ২১ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ১২টি পশ্চিমা কয়েকটি আরব রাষ্ট্র তবে ব্যাপারে আগ্রহ দেখায়নি তেল আবিব ইসরাইলি বিদেশমন্ত্রী কাটজ বলেছেন, ‘লেবানন সীমান্তে কোনও যুদ্ধবিরতি হবে না হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই চলবেলেবাননে হামলা চালালেও এখনও পর্যন্ত হিজবুল্লাহর বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র রকেটের বিশাল ভাণ্ডার যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করতে পারেনি ইসরাইল উলটে হিজবুল্লাহ ইসরাইলের অভ্যন্তরে প্রতিদিনই হামলা চালাচ্ছে ঘাতকগোয়েন্দা দল মোসাদের সদর দফতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি সামরিক কর্তাদের রাতের ঘুম ছিনিয়ে নিয়েছে হিজবুল্লাহ ইসরাইলের চালানো পেজার রেডিয়ো বিস্ফোরণে অঙ্গ-প্রত্যঙ্গ হারানোর পরও হিজবুল্লাহ মুজাহিদরা লেবানন গাজার মানুষদের জন্য শহিদ হতে রাজি হিজবুল্লাহর এই প্রত্যয় শক্তি দেখে ইসরাইলকেও বিচলিত দেখাচ্ছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন জানিয়েছে ইরান সমর্থিত অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলি