Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

কেনো হয়নি কমিটি গঠন? বায়ু দূষণ নিয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে কেন্দ্র


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৪৪ এএম

কেনো হয়নি কমিটি গঠন? বায়ু দূষণ নিয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর: দিল্লি দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। কেনো এখনও পর্যন্ত রাজধানীর বায়ুদূষণ রোধে কোনও পদক্ষেপ নেয়নি ম্যানেজমেন্ট তা নিয়ে বক্তব্য জানতে চায় শীর্ষ আদালত। কেনো খড় পোড়ানোর সমস্যা মোকাবিলায় একটিও কমিটি গঠন করা হয়নি?  

বিচারপতি অভয় এস ওকার বেঞ্চে এজি মসিহ যুক্তি দিয়ে বলেন, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন (সিএকিউএম) কোনও কমিটি গঠন করেনি। 

বিচারপতি এস ওকা বলেন, প্রতি বছরই আমরা খড় পোড়াতে দেখি। আপনারা জানান আইনের অধীনে আপনারা কোন নির্দেশাবলী ব্যবহার করেছেন? আপনারা তো দেখছি নীরব দর্শক। আপনারা কি কিছুই করছেন না? যদি কোনও ছোট পদক্ষেপও নিয়ে থাকেন তাহলে সেটি আদালতকে জানান। উত্তর ভারতের রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ঘটনা মাত্রা ছাড়ালেও কেন স্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল না? তীব্র তিরস্কার করে শীর্ষ আদালত জানিয়েছে, ফসল পোড়ানোর মতো সমস্যা দেখা দিলেও তা মোকাবিলায় একটিও কমিটি গঠন করেনি কেন্দ্র। জবাবে এয়ার কোয়ালিটি প্যানেলের চেয়ারপার্সন বলেন, প্রতি তিন মাস অন্তর তিনটি সাব-কমিটি সভা করছে। কমিটি জানিয়েছে, দিল্লি-এনসিআর ও আশপাশের অঞ্চলে বায়ু দূষণ কমাতে এবং বিভিন্ন সমস্যার সমাধানে নতুন একটি কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে।