Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

বিহারে স্বতন্ত্র এক্ষপ্রেস লক্ষ্য করে ইটবৃষ্টি, আহত বহু


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৩ এএম

বিহারে স্বতন্ত্র এক্ষপ্রেস লক্ষ্য করে ইটবৃষ্টি, আহত বহু

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারে স্বতন্ত্র এক্সপ্রেস লক্ষ্য করে এলোপাথাড়ি পাথরবৃষ্টি। আহত বেশ কয়েক যাত্রী। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের মধ্যেই।  হুড়োহুড়ি পড়ে যায়।  তবে কারা বা কেন এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও অজানা। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বলা বাহুল্য, বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে  রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার, কখনও সিমেন্টের ব্লক উদ্ধার হওয়ার খবর মিলেছে। এছাড়া ট্রেন দুর্ঘটনার খবর তো রয়েছেই।  এই আবযহে বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে পাথর দিয়ে হামলা চালানো হয়। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্রেনটি জয়নগর থেকে দিল্লি যাচ্ছিল।  রাত পৌনে ৯টা নাগাদ সিগন্যাল না পাওয়ায় ট্রেনটি সমস্তিপুর স্টেশন ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিল। উক্ত সময়ে ট্রেনের  স্লিপার কোচ টার্গেট করে এলোপাথাড়ি ইট, পাথর নুড়ি ছোঁড়া  শুরু করে অজ্ঞাত পরিচয় কিছু দুর্বৃত্ত। ঘটনার সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায় কামরার ভিতরে। সংশ্লিষ্ট ঘটনায় আহত হন  অনেকেই।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জিআরপি ও পুলিশবাহিনী। কিন্তু ততক্ষণে  পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানে চিকিৎসা চলছে তাঁদের। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির প্যান্ট্রিকার, ও পিছনের কামরাগুলোও।  চলছে তদন্ত। এই ঘটনায় ফের একবার  রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।