Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

প্রসাদ নিয়ে কড়া পদক্ষেপ রাম মন্দিরের, বাইরে থেকে প্রস্তুতে নিষেধাজ্ঞার আবেদন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ এএম

প্রসাদ নিয়ে কড়া পদক্ষেপ রাম মন্দিরের, বাইরে থেকে প্রস্তুতে নিষেধাজ্ঞার আবেদন

লখনউ, ২৭ অক্টোবর: তিরুপতির লাড্ডুতে 'পশুর চর্বি' নিয়ে রাজনীতিতে উত্তেজনা অব্যাহত। সেই আবহে এবার প্রসাদ তৈরি নিয়ে কড়া পদক্ষেপ নিতে চাইছে অযোধ্যা মন্দির কর্তৃপক্ষ। রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বহিরাগত সংস্থাগুলি থেকে প্রস্তুত প্রসাদের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন। 

প্রধান পুরোহিতের আবেদন বাইরের সংস্থাগুলি থেকে প্রসাদ তৈরি করা একদম বন্ধ করে দেওয়া হোক। তিনি মন্দিরের নৈবেদ্যতে ব্যবহৃত ঘিয়ের বিশুদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সব প্রসাদ তৈরি হোক মন্দিরের পুরোহিতের নজরদারিতে। 

তিরুপতি বালাজির প্রসাদে পশুর চর্বি নিয়ে সারা দেশে বিতর্ক বাড়ছে। দাস উল্লেখ করেছেন, দেশব্যাপী বিক্রি হওয়া তেল ও ঘি-এর গুণমানের কঠোর পরিদর্শনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া উচিত। 

প্রধান পুরোহিতের বক্তব্য, প্রসাদের গুণমানের দিকে নজর দিতে হবে। তাঁর অভিযোগ, প্রসাদে অনুপযুক্ত কিছু মিশিয়ে মন্দির অপবিত্র করার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। 

মথুরায় ধর্ম রক্ষা সংঘ তাদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, প্রাচীন পদ্ধতিতে যেভাবে 'প্রসাদম' তৈরি করা হত, এবার বাণিজ্যিক প্রস্তুতির পরিবর্তে পুরনো পদ্ধতিতে ফল, ফুল প্রাকৃতিক উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করা হবে। সংঘের জাতীয় সভাপতি সৌরভ গৌর প্রসাদম ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, "বিশুদ্ধ, সাত্ত্বিক প্রসাদম নিবেদন এবং গ্রহণ করার ঐতিহ্যগত অভ্যাসগুলিতে ফিরে আসার জন্য ধর্মীয় নেতা এবং সংগঠনগুলির মধ্যে একটি ঐকমত্য পৌঁছেছে।" আলপ শঙ্করী দেবী, বড় হনুমান এবং মানকামেশ্বর সহ বেশ কয়েকটি মন্দির ভক্তদের প্রসাদ হিসাবে মিষ্টি এবং প্রক্রিয়াজাত সামগ্রী আনতে নিষেধ করা হয়েছে। ললিতা দেবী মন্দিরের প্রধান পুরোহিত শিব মুরত মিশ্র বলেছেন, ভক্তদের নারকেল, ফল, শুকনো ফল আনার কথা বলা হয়েছে। মনকামেশ্বর মন্দিরের মহন্ত শ্রীধরানন্দ ব্রহ্মচারী জি মহারাজ বলেছেন, "তদন্তে মিষ্টির বিশুদ্ধতা পরিষ্কার না হওয়া পর্যন্ত মন্দিরে সেগুলি নিবেদন করতে দেওয়া হবে না।