Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

দীর্ঘ টালবাহার পর, রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ এএম

দীর্ঘ টালবাহার পর, রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য

আইভি আদক, হাওড়া:  দীর্ঘ টালবাহানার পর গতকালই রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ।এখান থেকেই খুচরো বাজারে যাচ্ছে মাছ।




আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১,৪৫০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে।হাওড়ার পাইকারি মাছ বাজারে এদিন এসেছে মোট দশ মেট্রিক টন ইলিশ।রাজ্যে চল্লিশ মেট্রিক টন মাছ এসেছে বলে জানা গেছে। প্রসঙ্গত: পুজোর আগেই হাওড়ার হোলসেল ফিস মার্কেটে আসতে শুরু করল বাংলাদেশের সুস্বাদু ইলিশ। প্রথম দিন থেকেই ক্রেতাদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো।