Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

সংসদীয় কমিটির ২ চেয়ারম্যান পদে তৃণমূল কংগ্রেস


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৪৬ এএম

সংসদীয় কমিটির ২ চেয়ারম্যান পদে তৃণমূল কংগ্রেস

পুবের কলম প্রতিবেদক: দীর্ঘ  টালবাহানার পরে অবশেষে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা করল মোদি সরকার। তৃণমূল  কংগ্রেসকে দেওয়া হয়েছে দুটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনের পদ। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বর্ষীয়সী তৃণমূল সাংসদ দোলা সেনকে। পাশাপাশি কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ সংসদীয় কমিটির কীর্তি আজাদের কাঁধে।

কীর্তি আজাদ ও দোলা সেন দুজনেই অভিজ্ঞ সাংসদ। দুজনেই তাঁদের দায়িত্ব পালন করবেন যথাযথ ভাবে, বৃহস্পতিবার দাবি জানানো হয়েছে তৃণমূল সূত্রে। উল্লেখ্য, তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পরে কেটে গিয়েছে ১০০ দিনের বেশি সময়। এর মধ্যে গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। এই বিষয়ে আগেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। পুরো বিষয়টি নিয়ে মোদি সরকার অহেতুক টালবাহানা করছে এবং লঙ্ঘিত হচ্ছে সংসদীয় পরম্পরা, এই যুক্তি তুলে রাজ্যসভার নেতা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। তাঁর চিঠি হাতে পাওয়ার পরেও সরকারের তরফে তৃণমূল কংগ্রেসের কোনও বর্ষীয়ান নেতাকে আমন্ত্রণ জানিয়ে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা করা হয়নি। এই আবহে তৃণমূল কংগ্রেসের তরফে সাফ জানানো হয়, তারা কোনও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে লালায়িত নয়। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ৪১। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ তৃণমূলকে দেওয়া হলে সংসদীয় রীতি মানা হবে, সাফ জানানো হয়েছিল তৃণমূল সূত্রে। তৃণমূলের এই অনড় অবস্থানের কাছে নতিস্বীকার করেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য ও রাসায়নিক ও সার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দুটি তুলে দেওয়া হয়েছে তৃণমূলের হাতে। পুরো ঘটনাপ্রবাহে সরকারের সঙ্গে চলতে থাকা স্নায়ুযুদ্ধে আখেরে জয় হল তৃণমূল কংগ্রেসেরই, এমনটাই দাবি করা হচ্ছে নয়াদিল্লিতে সংসদীয় সূত্রে।