Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ওবিসি মামলার শুনানি কবে? অপেক্ষায় বঞ্চিতরা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৯ এএম

ওবিসি মামলার শুনানি কবে? অপেক্ষায় বঞ্চিতরা

পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানির  সম্ভাবনা ছিল। কিন্তু সিরিয়াল অনুসারে এই মামলাটি এদিন শীর্ষ আদালতে ওঠেনি। দ্রুত এই মামলার শুনানি হতে পারে।  

এদিন ওই মামলাটি ছিল ২৬ নম্বর সিরিয়ালে। তবে এই  মামলা যাতে দ্রুত শুনানি হয়, সেদিকে সুপ্রিম কোর্টের বিচারপতির নজর রয়েছে বলে জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী। এই মামলার শুনানি কবে হবে, সেই অপেক্ষায় রয়েছে ওবিসি বঞ্চিতরা। 

উল্লেখ্য, মেডিক্যাল,  ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়ারা সমস্যার  মধ্যে রয়েছে। দ্রুত শুনানি হলে পড়ুয়াদের  সুবিধা হয়। রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও পড়ুয়াদের ওবিসি সার্টিফিকেট ইস্যু করতে পারছে না। তাই মামলার  দ্রুত শুনানি করা  হোক। পাশাপাশি চাকরির ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আবেদনকারীদের। গোটা বিষয়টি ঝুলে রয়েছে। ওবিসি শংসাপত্র জারি  করার মতো বিষয়গুলি আটকে রয়েছে। সেজন্য এই মামলার দ্রুত শুনানি প্রয়োজন।  ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার  দ্রুত শুনানির পক্ষে জোর সওয়াল করেছেন মামলাকারীদের আইনজীবীরা।  

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের এক নির্দেশে বাতিল করে দেওয়া হয়েছে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার শুনানি।