Tue, October 1, 2024

ই-পেপার দেখুন
logo

আর জি কর হাসপাতাল: থ্রেট কালচারে যুক্ত ১৩ জন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, রিপোর্ট তলব কর্তৃপক্ষের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০১:৫৩ এএম

আর জি কর হাসপাতাল:    থ্রেট কালচারে যুক্ত ১৩ জন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, রিপোর্ট তলব কর্তৃপক্ষের

পুবের কলম, ওয়েবডেস্ক: থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ। এবার আর জি করের ১৩ সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। থ্রেট কালচার নিয়ে হাসপাতালের অন্দরে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, সেখানেই উল্লেখিত ১৩ জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। তদন্তের রিপোর্ট চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার আরজি কর মেডিক্যাল কলেজের ১৩ জন চিকিৎসকের নাম জানিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে চিঠি লিখেছেন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তাতে স্বাক্ষর করেছেন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়ও।

তাতে লেখা হয়েছে, ‘‘ বিভিন্ন সময়ে উল্লেখিত ১৩ জনের বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার এবং  ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা রিপোর্ট পেয়েছি।  তদন্ত কমিটি ওই অভিযোগগুলি খতিয়ে দেখুক। তদন্তে যা পাওয়া যাচ্ছে, রিপোর্ট আকারে তা যত দ্রুত সম্ভব আমাদের দিতে হবে। তদন্তে প্রকাশিত রিপোর্ট আমাদের দেখাতে হবে।