Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মাঝ আকাশে সংজ্ঞাহীন, কলকাতা বিমান বন্দরে অবতরণের পর মৃত্যু ইরাকি কিশোরীর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০২ এএম

মাঝ আকাশে সংজ্ঞাহীন, কলকাতা বিমান বন্দরে অবতরণের পর মৃত্যু ইরাকি কিশোরীর

পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশে মর্মান্তিক ঘটনা। বিমানের মধ্যে জ্ঞান হারান বছর ১৭'র এক কিশোরী। তড়িঘড়ি কেবিন ক্রু পাইলটকে খবর দেন। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে নামানো হয় বিমানটিকে। কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি ওই কিশোরীকে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, ‘ইরাকি এয়ারওয়েজের আই এ ডব্লু ৪৭৩ বিমানটি বাগদাদ থেকে চিনের গুয়াংজু যাচ্ছিল। মাঝ আকাশে যখন বিমান তখন ইরাকের এক ডেকান সমীর আহমেদ ১৭ বছরের কিশোরী অসুস্থ বোধ করতে থাকেন, অচৈতন্য হয়ে পড়েন। তার অবস্থা দেখে সহকারি যাত্রীরা কেবিন ক্রু-র দৃষ্টি আকর্ষণ করে। সেই মতো কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করলে কলকাতার এটিসি-র সঙ্গে যোগাযোগ করা হয়।

বুধবার রাত ১০টা ৮ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং ৭ নম্বর পার্কিং বে তে পার্ক করানো হয় বিমানটি। প্রাথমিক চিকিৎসার পরেও কিশোরীর জ্ঞান ফিরে আসেনি। তড়িঘড়ি এয়ার ইন্ডিয়ার অ্যাম্বুলেন্সে করে অপারেশন গেট ৫ নম্বর থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। সেখানে চিকিৎসকেরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরে বিমানটি রাত ১টা ১৮মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। দেহ ময়নাতদন্তের জন্য আরজি করে পাঠানো হয়েছে।