Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, বন্ধ স্কুল, কলেজ জারি হলুদ সতর্কবার্তা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৬ পিএম

ভারী  বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, বন্ধ স্কুল, কলেজ  জারি হলুদ সতর্কবার্তা

পুবের কলম,ওয়েবডেস্ক: বন্যায় বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাংশ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ রাজ্যের  একাধিক জেলা। এই আবহে দুর্যোগের আবহাওয়া জারি রয়েছে মুম্বইয়েও। গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের জেরে সংশ্লিষ্ট শহর জলের তলায়। ব্যহত ট্রেন ও বিমান পরিষেবা। দুর্যোগ পূর্ণ আবহাওয়া ও রাস্তাঘাট জলমগ্ন হওয়ার কারণে বন্ধ স্কুল ও কলেজ। পুরো ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত জারি থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃষ্টি চলবে ১ অক্টোবর পর্যন্ত। আজ সকাল ৮ টা পর্যন্ত জারি ছিল লাল সতর্কতা।তারপর থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে। সূত্রের খবর অনুসারে, মাত্র ৫ ঘণ্টায় মুম্বইয়ে ১০০ মিলি মিটারের বেশি বৃষ্টি হয়েছে।  হঠাৎ এত বৃষ্টিতে বাণিজ্যনগরীর অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে যায়। বাঁদ পড়েনি মুম্বই বিমানবন্দরেও। এখনও পর্যন্ত ১৪টি বিমান মুম্বইয়ে অবতরণ করতে পারেনি। লাইনে জল জমায় বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন চলাচল। বিমান পরিবহণ সংস্থাগুলি যাত্রীদের উড়ানসূচির দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে।