Tue, October 1, 2024

ই-পেপার দেখুন
logo

আরজিকর কাণ্ডে সুবিচারের আশায় ভারাক্রান্ত মন নিয়েই ২৭৫ বর্ষের পুজো বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১০:২৭ এএম

আরজিকর কাণ্ডে সুবিচারের আশায় ভারাক্রান্ত মন নিয়েই ২৭৫ বর্ষের পুজো বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বনেদী বাড়ির পুজোতে ও এবারে তিলোত্তমার ছায়া।বারুইপুর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুজো এবারে ২৭৫ তম বর্ষে পড়ল। প্রতিবারের মতন এবারও তাদের পুজোয় এক মাস আগে থেকে ঠাকুরের মাটি দেওয়া থেকে শুরু করে বিল্ডিং সংস্কার করা ছবি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। কিন্তু তাদের একটাই আক্ষেপ সদ্য ঘটে যাওয়া আরজিকরের আবহে তাদের মন খুবই ভারাক্রান্ত।

মা আসছে পুজো তাদের হবেই কিন্তু সেই ভাবে মায়ের পুজোর এই কটা দিন কিভাবে আনন্দ হবে আমরা কেউ জানি না।

বারুইপুরের কল্যাণপুরের এই বন্দোপাধ্যায়ের বাড়ির প্রতিটা মহিলা তাদের এক বাক্যে যেটা সুর হলো আরজি করের ডাক্তার মহিলার নৃশংস হত্যার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তি ও ফাঁসির ব্যবস্থা করতে হবে।

পুজোর আবহের আগে সিবিআই থেকে সুপ্রিম কোর্ট এই সমস্ত দোষীদের যদি উপযুক্ত শাস্তি বা ফাঁসির সাজা ঘোষণা করে তাহলে আমাদের সেই ভারাক্রান্ত মনটা থাকবে না আমরা খুশি মনে সবাই যে যার পুজোর কাজে আনন্দের সহিত  পালন করব।

তাদের কথায় আরো সুর আর কবে এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দেখতে  দেখতে এক মাস পেরিয়ে গেছে এখনো সুবিচারের আশায় মানুষ আর কতদিন অপেক্ষা করবে। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান এর আওয়াজ প্রতিনিয়ত আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে।

আমরা অর্থাৎ বনেদি বাড়ির মহিলারা অপেক্ষায় রয়েছি বিভিন্ন ষড়যন্ত্রে যে সমস্ত দুর্বৃত্তরা রয়েছে তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক তাহলে এই ডাক্তার মহিলার পরিবার যেমন খানিকটা স্বস্তি পাবে পাশাপাশি আমরা এই বনেদি বাড়ির মহিলারাও অনেকটা স্বস্তি নিয়ে পুজোর কটা দিন ধুমধাম করে মায়ের পুজো করতে পারবো।

তার পাশাপাশি তারা আরও একটা জিনিস যেটা জানায় মা আসছে কিছুদিনের মধ্যে মাকে আমরা বরণ করে যেমন পুজো করব ঘরে তুলব মার কাছে একটাই আবেদন দোষীরা খুব তাড়াতাড়ি যেন সাজা পায় দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ ফাঁসির সাজা।