Tue, October 1, 2024

ই-পেপার দেখুন
logo

হায়দরাবাদের তাজমহল হোটেলের ডাল ফ্রাইয়ে মরা ইঁদুর, চাঞ্চল্য


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১২:০৫ পিএম

হায়দরাবাদের তাজমহল হোটেলের ডাল ফ্রাইয়ে মরা ইঁদুর, চাঞ্চল্য

হায়দরাবাদ, ২৫ সেপ্টেম্বর: হায়দরাবাদের আবিডসের এক নামী হোটেলে ডাল ফ্রাইয়ের মরা ইঁদুর। ঘটনায় ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। হায়দরাবাদে তাজমহল হোটেলে খাবার অর্ডার দেওয়ার পরে এক গ্রাহক তার থালিতে ইঁদুর দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই নামী এই হোটেলে খাদ্য নিরাপত্তা সহ খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রাহক হোটেলের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। হোটেল কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে এড়িয়ে গেলে গ্রাহক গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষের(জিএইচএমসি) কাছে অভিযোগ দায়ের করেন। হোটেলের খাদ্যের মান নিয়ে তদন্ত শুরু করেছে জিএইচএমসি। 


হায়দরাবাদের আবিডস একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। রাজ্য সরকার ভবন, রাষ্ট্রপতি প্লাজা, বাদশাহ প্রাসাদ এখানে অবস্থিত। আবিডস হায়দরাবাদের একটি ১৫০ বছরের পুরনো ব্যবসায়িক স্থান। সেখানেই অবস্থিত অভিজাত তাজমহল হোটেল। এবার খাদ্যের মান নিয়ে প্রশ্নের মুখে হোটেল কর্তৃপক্ষ।