Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

যুদ্ধ বন্ধে শান্তির বার্তা, জেলেনস্কিকে ফের আশ্বাস মোদির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৫ এএম

যুদ্ধ বন্ধে শান্তির বার্তা, জেলেনস্কিকে ফের আশ্বাস মোদির

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর: বিশ্বের বিভিন্ন দেশে এখন যুদ্ধের দামামা। ফিলিস্তিন থেকে লেবানন---ইসরাইলের গণহত্যার শিকার। ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলছে তুমুল যুদ্ধ। এই আবহে শান্তির বাণী শোনালেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ‘সামিট অব দ্য ফিউচার’ অনুষ্ঠানে মোদি বলেন, মানবতার সাফল্য দেখা যায় সবার সম্মিলিত শক্তিতে, যুদ্ধক্ষেত্রে নয়। নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকেও মোদি দুই দেশের যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন।


যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি স্থাপনে ভারত সাধ্যমতো চেষ্টা করবে। এর আগেও তিনি জেলেনস্কির কাঁধে হাত রেখে যুদ্ধ থামানোর আশ্বাস দিয়েছিলেন। তারপর আবার জড়িয়ে ধরেছিলেন পুতিনকে। যা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল বিশ্বের রাজনৈতিক মহলে। ফের একবার জেলেনস্কিকে শান্তির বার্তা শোনালেন মোদি।


সোমবার ওই বৈঠকের পর দুই দেশের তরফ থেকে এক যৌথ বিবৃতি প্রচার করা হয়। তাতে বলা হয়, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রসংঘের সনদের নীতি রক্ষায় দুই দেশ সহযোগিতায় প্রস্তুত। সেই লক্ষ্যে দুই দেশ আরও নিবিড় আলোচনায় আগ্রহী।