Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কেজরির চেয়ার ফাঁকা রেখে দিল্লির তখতে অতিশী


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৩ এএম

কেজরির চেয়ার ফাঁকা রেখে দিল্লির তখতে অতিশী

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর:  দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন অতিশী মারলেনা। সোমবার দায়িত্ব নেওয়ার পরেই তিনি শোনালেন রামায়ণের কাহিনি। অতিশী বললেন,‘যখন ভগবান শ্রী রাম বনবাসে গিয়েছিলেন সেইসময় তাঁর অনুপস্থিতিতে ভরতকে শাসন করতে হয়েছিল। বর্তমানে তিনি তাঁর অবস্থার সঙ্গে রামায়ণের ভরতের অবস্থার মিল খুঁজে পেয়েছেন।’  সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,‘ভরত যে ভার বহন করেছিলেন, আমিও তা-ই করছি। তিনি রামের পাদুকা সিংহাসনে রেখেছিলেন। আগামী চার মাস দিল্লির কাজ পরিচালনার ক্ষেত্রে আমার নীতিই রাখছি।’ কেজরির চেয়ারে বসেননি অতিশী। রেখে দিয়েছেন ফাঁকা চেয়ার। সোমবার থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন অতিশী। 

এ এক ভিন্ন ধরণের রাজনীতি। যাতে ‘গান্ধিগিরি’ আছে। মাস ছয়েক বাদে দিল্লি বিধানসভা ভোট। কেজরি চাইছেন তাঁর ভাবমূর্তিতে যে কালি লেগেছে তা এই ৬ মাসে মুছে দিতে। দিল্লিবাসীকে বোঝাতে চেয়েছেন, কোনো কিছুর প্রত্যাশায় তিনি রাজনীতি করছেন না, ক্ষমতার মোহ কিংবা নেশা তাঁর নেই। কিন্তু রাজনৈতিক মহল ভিন্ন কথা বলছে। তাঁদের বক্তব্য কেজরিওয়াল এমন একজনকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে বেছেছেন যাকে নিয়ে তাঁর মনে কোনও সংশয় নেই।