Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

'মানুষ মারা কোনও সংস্থাকে চাই না', বীরভূম থেকে ফের বন্যা নিয়ে ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৩ এএম

'মানুষ মারা কোনও সংস্থাকে চাই না', বীরভূম থেকে ফের বন্যা নিয়ে ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: বীরভূম থেকে ফের বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন,  পশ্চিমবঙ্গে বর্ষার জলে বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা। আমরা চাই না মানুষ মারা কোনও সংস্থাকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বন্যায় ২৮ জনের মৃত্যু হয়েছে। কৃষকদের জমি, শস্য নষ্ট হয়েছে, জল সরে গেলে ক্ষতির মূল্যায়ন করে টাকা দেওয়া হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, ২ লক্ষ টাকা করে মৃতদের পরিবারের উদ্দেশে ক্ষতিপূরণ ঘোষণা করেন। এই বন্যাকে ফের ম্যান মেড বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, বছরের পর বছর ড্রেজিং হয় না, চাষের জমি নষ্ট হয়েছে। আমরা চাই না মানুষ মারা কোনও সংস্থাকে। ডিভিসির জল নাকি জলশক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়।