Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: জামিন পেলেন কেজরিওয়াল


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৪ এএম

Breaking: জামিন পেলেন কেজরিওয়াল

পুবের কলম, ওয়েবডেস্ক:    জামিন পেলেন কেজরিওয়াল।  অবশেষে বড়সড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, আপ সুপ্রিমো কেজরিওয়াল। আবগারী দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে  জামিন মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট।

প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে ২১ দিনের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হয় কেজরিওয়ালের। অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হলে ২ জুন দিল্লির তিহাড় জেলে গিয়ে আত্মসমর্পণ করেন কেজরি। এবার ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে দিল্লির মুখ্যমন্ত্রীকে আপাতত স্বস্তি দিল আদালত।

প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। জেলে বসেই সরকার চালাচ্ছিলেন তিনি। গ্রেফতারির পর কেজরিওয়াল বলেছিলেন, 'প্রয়োজনে জেল থেকে সরকার চালাব।'   প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।তিনি বলেছিলেন, '  'উনি যা করছেন, তা দেশের জন্য ভাল নয়।' ইডির হেফাজত প্রসঙ্গে কেজরিওয়াল বলেছিলেন, '  'যতদিন চায় ইডি আমায় হেফাজতে রাখতে পারে।  কিন্তু এটা দুর্নীতি। ইডির দু'টো উদ্দেশ্য রয়েছে।  একটা হল আম আদমি পার্টিকে শেষ করা এবং আর একটি হল তোলাবাজির চক্র চালিয়ে টাকা তোলা।'  কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর স্ত্রী সুনীতা বলেছিলেন, 'অরবিন্দ কেজরিওয়াল একজন সিংহ... তাঁকে বেশি দিন আটকে রাখা যাবে না'।

তবে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট ২১ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেয় তাঁকে। তার পর ২ জুন ফের আদালতের নির্দেশ মেনে জেলে ফিরে যান কেজরিওয়াল।