Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মুখ‍্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৪ এএম

মুখ‍্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে

দেবশ্রী মজুমদার, বোলপুর: মঙ্গলবার মুখ‍্যমন্ত্রীর প্রশাসনিক সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বীরের মতো বরণ করার জন‍্য দলীয় কর্মীরা প্রস্তুত। বড়ো বড়ো প্রমাণ সাইজ তোরণে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ছবির নিচে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। প্রশাসনিক বৈঠক হবে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। রাঙাবিতানে মুখ‍্যমন্ত্রীর রাত কাটানোর সম্ভাবনা মাথায় রেখে সাজানো হয়েছে  রাঙাবিতানকেও। 

মুখ‍্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে সাংবাদিক প্রবেশাধিকার থাকছে না, বলে সূত্রের খবর। তবে, বৈঠকের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন। 


মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, মুখ‍্যমন্ত্রী বেলা এগারোটার পর জেলায় ঢুকবেন। তবে তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডল থাকবেন কিনা সেটা আদৌ স্পষ্ট নয়। তবে কালকে জেলায় সকন‍্যা অনুব্রত মণ্ডলের ফেরার কথা। বিশে সেপ্টেম্বর তিনি জামিন পান। 


সূত্রের খবর, সমস্ত সরকারি কাগজপত্র তৈরি হতে যদি রাত হয়ে যায় এবং তারপর ফ্লাইট না থাকলে সকাল ছাড়া উপায় থাকবে না। তারপর কোলকাতা থেকে বীরভূম চার ঘন্টা লাগবেই। সেক্ষেত্রে প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত থাকবেন এমন কথা কেউ জোর দিয়ে বলছেন না।


তবে মুখ‍্যমন্ত্রী স্নেহধন্য কেষ্ট মণ্ডলের সঙ্গে দেখা করার জন‍্যই রাত্রি বাস করতে পারেন এমনটাই সূত্রের খবর। আরেকটি সূত্রে জানা গেছে, প্রথমে ঘরে ফেরার জন‍্য উদগ্রীব তিহার জেল ফেরত অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। তাই জেলায় ফিরে প্রথমেই বাড়ি যাবেন তিনি।