Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ওয়েস্ট ব্যাঙ্ক: আল-জাজিরার অফিসে যায়নবাদী সেনার হানা, ৪৫ দিন বন্ধের নির্দেশ


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৮ এএম

ওয়েস্ট ব্যাঙ্ক: আল-জাজিরার অফিসে যায়নবাদী সেনার হানা, ৪৫ দিন বন্ধের নির্দেশ


রামাল্লা, ২২ সেপ্টেম্বর: অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল-জাজিরার একটি অফিসে অভিযান এবং তল্লাশি চালিয়েছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী আগামী ৪৫ দিন মিডিয়া অফিসটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যায়নবাদী সেনা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরাইলি সেনারা আল-জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করে একজন ইসরাইল সেনা আল ওমরিকে বলেন, ‘৪৫ দিনের জন্য অফিস বন্ধের নির্দেশ দিয়েছে আদালত এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান’ গত মে মাসে ইসরাইলের অভ্যন্তরে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে তেল আবিব এরপর রবিবার ভোরে রামাল্লায় আল-জাজিরার অফিসে অভিযান চলল পশ্চিম তীর থেকে আল-জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরাইলের অভ্যন্তরে প্রতিবেদন না করতে দেওয়া এবং অফিস বন্ধের নির্দেশ আশ্চর্যের কোনও বিষয় নয় তিনি আরও বলেন,অফিস বন্ধ করার জন্য আমাদের আগেই হুমকি দেওয়া হয়েছিল আমরা শুনেছি এটা ইসরাইলি সরকারের সিদ্ধান্তইসরাইলি সেনাদের অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল-ওমরি তিনি বলেন, ‘সাংবাদিকদের এভাবে টার্গেট করার লক্ষ্যই হল সবসময় সত্যকে মুছে ফেলা এবং মানুষকে সত্য না জানতে দেওয়া