Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দামোদর ভ্যালি কর্পোরেশন বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ রাজ্যের দুই প্রতিনিধির


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৫ এএম

দামোদর ভ্যালি কর্পোরেশন বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ রাজ্যের দুই প্রতিনিধির

পুবের কলম প্রতিবেদক: দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে ভাসছে দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলা। জলের তলায় বহু বাড়ি-ঘর। বন্যা দুর্গতরা বাড়িঘর হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই আবহে দামোদর ভ্যালি কর্পোরেশন বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু। পদত্যাগ করেছেন সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ারও। যদিও ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথা জানিয়ে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।উল্লেখ্য,দক্ষিনবঙ্গের একাধিক জেলা বন্যায় ভাসছে।  ডিভিসির ভূমিকায় ক্ষুব্ধ প্রকাশ করে এই বন্যাকে ম্যান মেড তকমা দেন মুখ্যমন্ত্রী। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয় চিঠি লেখেন। তাতে তিনি  জানিয়েছিলেন, কেন্দ্রের   আচরণের প্রতিবাদে ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। তার পরই এদিন রবিবার বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই শীর্ষ আধিকারিক। ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের  সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ারও।

দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যানকে দেওয়া ইস্তফা পত্রের চিঠিতে বিদ্যুৎ দফতরের সচিব লিখেছেন, ‘ডিভিসির বোর্ড থেকে পশ্চিমবঙ্গের সদস্য হিসাবে ইস্তফা দিচ্ছি। দুই জালাধার থেকে যেভাবে জল ছাড়া হয়েছে তার জেরে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। তার প্রতিবাদে আমি পদত্যাগ করছি।প্রধান ইঞ্জিনিয়ার লেখেন, ‘ডিভিসি থেকে অপরিকল্পতি ভাবে জল ছাড়া হয়েছে। আমি পশ্চিমঙ্গের প্রতিনিধি হিসাবে পদ থেকে পদত্যাগ করলাম।