Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ফের ভিন রাজ্যে গিয়ে মৃত্যু সুন্দরবনের এক পরিযায়ী শ্রমিকের, নিখোঁজ আরও ২


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৪ এএম

ফের ভিন রাজ্যে গিয়ে মৃত্যু সুন্দরবনের এক পরিযায়ী শ্রমিকের, নিখোঁজ আরও ২

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : ভিনরাজ্যে কাজে গিয়ে আবার মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। কেরলে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে সুন্দরবনের পাথরপ্রতিমার এক শ্রমিকের। এখনও নিখোঁজ ২জন। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।সামান্য বেশি উপার্জন আসলে পরিবারের লোকজনের সুরাহা হয়। এই আশায় গত আগস্ট মাসে পাথরপ্রতিমা থেকে কেরলে কাজ করতে যান তিন পরিযায়ী শ্রমিক।


ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। কুয়ো খুঁড়তে যান তিন পরিযায়ী শ্রমিক। আচমকাই ধস নামে।চাপা পড়ে যায় তিন জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়।জানা গেল, মৃত বছর ছত্রিশের নাজিবুর রহমান খান। তিনি পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।


এখন ও নিখোঁজ আরও দুজন শ্রমিক। তাঁদের মধ্যে একজন বর্ধমান এবং অন্যজন সুন্দরবনের বাসিন্দা। তাঁদের খোঁজে ও চলছে জোর তল্লাশি।আর এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন নাজিবুর রহমান খান। তাঁর মৃত্যুতে স্বজনহারানোর ব্যথার মাঝেও আর্থিক দুশ্চিন্তায় পরিবারের লোক জন। কীভাবে চলবে ভবিষ্যৎ, তা নিয়ে হতাশ তাঁরা।জেলা প্রশাসনের তরফে সবকিছুর খোঁজ খবর নেওয়ার কাজ চলছে।