Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

তিরুপতির লাড্ডুতে 'পশুর চর্বি' বিতর্কে উদ্বেগ প্রকাশ রাহুলের, তদন্তের দাবি কংগ্রেস সাংসদের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৩ পিএম

তিরুপতির লাড্ডুতে 'পশুর চর্বি' বিতর্কে উদ্বেগ প্রকাশ রাহুলের, তদন্তের দাবি কংগ্রেস সাংসদের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: তিরুপতির বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে 'পশুর চর্বি' নিয়ে রাজনীতি মহলে চাপানউতোর তুঙ্গে। ক্রমশই সেই বিতর্ক দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবার সেই প্রসঙ্গ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। ঘটনায় তিনি পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন। 
তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে কয়েক মাস আগে প্রকাশিত ল্যাব রিপোর্ট ঘিরে বিতর্ক চরম আকার নিয়েছে। মন্দিরের প্রসাদী লাড্ডুতে বিশুদ্ধ ঘিয়ের সঙ্গে মেশানো হয়েছে পশুর চর্বি, এমনটাই জানা যাচ্ছে সেই রিপোর্ট থেকে।


জানা গেছে, অন্ধ্রের তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বির কথা অন্ধ্র সরকার নিজেই দাবি করেছেন। তাদের দাবি, পূর্বতন জগমোহন রেড্ডির আমলে এই অনাচার চলেছে। এদিকে এই নিয়ে অন্ধ্রপ্রদেশ সহ গোটা রাজ্যেই তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। 


ঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধি বিখ্যাত তিরুপতি মন্দিরের লাড্ডুতে ভেজালের রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধর্মীয় স্থানগুলির পবিত্রতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ অপবিত্র করার রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক। ভগবান বালাজি ভারতে এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ ভক্তদের কাছে শ্রদ্ধেয় দেবতা। এই ধরনের ঘটনা প্রতিটি ভক্তকে আঘাত করবে, তাই এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। ভারত জুড়ে কর্তৃপক্ষকে ধর্মীয় স্থানগুলির পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি। 


উল্লেখ্য, তিরুপতি শহরের বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসাবে ব্যবহৃত হয় বিশেষ ‘শ্রীভরি লাড্ডু’। ভক্তদের কাছে এই লাড্ডু পবিত্র বলেই মানা হয়। তিরুপতি মন্দিরের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) কর্তৃপক্ষ। সেই কর্তৃপক্ষ বিশ্বের নানা প্রান্তের ভক্তদের এই প্রসাদী লাড্ডু পাঠিয়ে থাকেন। গত জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানেও ‘বিশেষ প্রসাদ’ হিসাবে তিরুপতি মন্দিরের লাড্ডু আনা হয়েছিল।