Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

ইন্তেকাল করলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাব্রতী আলহাজ্ব সেখ মহম্মদ আলী (ইন্না লিল্লাহি)


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৩ পিএম

ইন্তেকাল করলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাব্রতী আলহাজ্ব সেখ মহম্মদ আলী (ইন্না লিল্লাহি)

পুবের কলম প্রতিবেদক: বিশিষ্ট সমাজসেবী শিক্ষাব্রতী আলহাজ্ব সেখ মহম্মদ আলী ইন্তেকাল (ইন্না লিল্লাহি) করেছেন হাওড়ার কাটলিয়ায় তাঁর নিজস্ব বাসভবনে, আজ সকাল আটটায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। 

তিনি আল আমিন মিশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সভাপতির দায়িত্বে ছিলেন। মানবসেবার, লক্ষে তিনি প্রতিষ্ঠা করেন লর্ডস ডায়াগনাস্টিক সেন্টার। ধর্মবেত্তা, আল্লাহভীরু, শিক্ষদরদী, মানবপ্রেমী আলহাজ্ব সেখ মহম্মদ আলীর নামাযে জানাযা অনুষ্ঠিত হবে আসরবাদ, কাটলিয়ায়। 


শিক্ষা বিস্তারে পশ্চিমবঙ্গে মিশনারি শিক্ষা আন্দোলনে যে কয়টি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নাম এক কথায় উঠে আসে তাদের অন্যতম হল আল -আমীন মিশন। প্রায় ৪ দশক গুণমানের শিক্ষা দিয়ে চলেছে। রাজ্যের প্রায় সব জেলায় আল - আমীন মিশনের শাখা রয়েছে। সব মিলিয়ে ৭২ টি ব্রাঞ্চ আছে। বর্তমান আবাসিক ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় কুড়ি হাজার। মানবসম্পদ গড়ার উল্লেখযোগ্য উক্ত প্রতিষ্ঠানের ট্রাস্টের সভাপতি ছিলেন সেখ মোহাম্মদ আলী।


ব্যক্তি জীবনে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাঁর বেড়ে ওঠা। পিতা হাজি সেখ আতিয়ার রহমান ছিলেন জামা কাপড় ব্যবসায়ী।


স্বাস্থ্যপরিষেবা দেওয়ার জন্য হাজি মোহাম্মদ আলী সাহেব ২০০৭ সালে নবান্নের কাছাকাছি গড়ে তোলেন লর্ড ডায়গনস্টিক সেন্টার । ২০১৫ পর্যন্ত চলার পর উক্ত সেন্টার লর্ড হেলথ কেয়ার নার্সিংহোমে রূপান্তরিত হয়। বর্তমানে রয়েছে ৮২ টি বেড। এখানে ব্রেন অপারেশন সহ উন্নত মানের অপারেশন করা হয়ে থাকে।

হাজি সাহেব ঝুঁকিপূর্ণ নানান ব্যবসা পদাচরণ করলেও শিক্ষা ও সমাজ ভাবনার সঙ্গে যুক্ত আজীবন । তাঁর দানি হাত প্রসারিত মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন জনহিত কর কাজে।