Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

কোর্টের ভেতরে মার্কিন বিচারককে গুলি করে হত্যা !


ইমামা খাতুন   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৬ এএম

কোর্টের ভেতরে মার্কিন বিচারককে গুলি করে হত্যা !


কেন্টাকি, ২০ সেপ্টেম্বর: আমেরিকায় আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে নিহত বিচারকের নাম কেভিন মুলিনস গুলিবর্ষণের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে বিচারককে গুলি করে হত্যার ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে গ্রেফতার করেছে পুলিশ কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে জেলা বিচারক কেভিন মুলিনসকে লক্ষ্য করে একাধিক গুলি চলে কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন ঘটনায় আর কেউ আহত হয়নি  লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনস এই হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হত্যাকাণ্ডের পর শেরিফ স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে এরপর আদালতেই তাকে হাতকড়া পরানো হয় স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের অভ্যন্তরে বাক-বিতন্ডার একপর্যায়ে গুলি চলে বলে পুলিশ জানিয়েছে তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ