Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হ্যাক সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল, নিরাপত্তার গাফিলতির অভিযোগ


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ পিএম

হ্যাক সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল, নিরাপত্তার গাফিলতির অভিযোগ

পুবের কলম,ওয়েবডেস্ক: হ্যাক হল দেশের সর্বচ্চ ন্যায়ালয়ের ইউটিউব  চ্যানেল। ডিজিটাল ভারতে দেশের শীর্ষ আদালতের নিরাপত্তাই ঝুঁকির মুখে।  উঠছে প্রশ্ন। জানা গেছে, আজ আদালতের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিংয় চলাকালীন হঠাৎ ক্রিপটোকারেন্সির বিজ্ঞাপন চলতে শুরু করেমার্কিন ক্রিপটোকারেন্সি রিপল ল্যাবসের বিজ্ঞাপন চলছিল ওই চ্যানেলে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।  শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের পুরানো সব ভিডিয়ো আর পাওয়া যাচ্ছে না। রিপল ল্যাবসের একাধিক ভিডিয়ো বারবার ঘুরে ফিরে আসছে প্রাথমিক অনুমান, হ্যাক হয়েছে সুপ্রিম কোর্টের চ্যানেল। কিন্তু কি করে এটা সম্ভব হল, সেই নিয়ে কিছু জানা যায়নি।