Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

'পাকিস্তানের অ্যাজেন্ডা', কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের নির্বাচনী ইশতেহারকে তীব্র আক্রমণ মোদির


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৪ এএম

'পাকিস্তানের অ্যাজেন্ডা', কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের নির্বাচনী ইশতেহারকে তীব্র আক্রমণ মোদির

পুবের কলম, ওয়েবডেস্কঃ কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের নির্বাচনী ইশতেহারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে কেউ কংগ্রেসের জোটকে গুরুত্ব দেয় না। কিন্তু পাকিস্তানে এই জোটের যথেষ্ট কদর রয়েছে বলে আক্রমণ করেন মোদি। এদিন কাটরায় নির্বাচনী প্রচারে তিনি বলেন, “জোটের নির্বাচনী ইশতেহারের ভূয়সী প্রশংসা করছে পাকিস্তান। তারা এই ইশতেহার দেখে খুব খুশি। পাকিস্তানের মন্ত্রী পর্যন্ত এই ইশতেহারের সমর্থন করছেন। তিনি বলছেন পাকিস্তান এবং এই জোটের অ্যাজেন্ডা একই। আসলে পাকিস্তানের অ্যাজেন্ডাকে কাশ্মীরে বাস্তবায়িত করতে চাইছে কংগ্রেসের জোট।”