Fri, July 5, 2024

ই-পেপার দেখুন
logo

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মিজোরামে খনি ধস, মৃত কমপক্ষে ১৫


Puber Kalom   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০২:৪৫ এএম

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মিজোরামে খনি ধস, মৃত কমপক্ষে ১৫

 

আইজল, ২৮ মে: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা মিজোরাম। খনি ধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আটকে রয়েছে বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
মঙ্গলবার ভোর ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে মিজোরামের রাজধানী আইজল শহরের দক্ষিণ মেলথুম এবং হ্লিমেনের মধ্যে একটি এলাকায়। খনি ধসে কাছাকাছি থাকা বাড়িগুলি ধুলিসাৎ হয়ে গেছে। 

পরিস্থিতি সামাল দিতে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা, স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গান জোখাওথার এবং সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক করেন। সাংবাদিকদের উদ্দেশে লালডুহোমা বলেছেন,  পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, রেমালের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি জানার চেষ্টা চলছে। 

মিজোরাম ডিজিপি অনিল শুক্লা বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), অসম রাইফেলস এবং স্থানীয় পুলিশ কর্মীরা একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছেন। খনি ধসে মৃত কমপক্ষে ১৪। ২৭ তারিখ রাতে রেমালের ল্যান্ডফল করে, এর প্রভাবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা রাজ্য। বহু জায়গায় ভূমিধস নেমেছে। ধ্বংসস্তূপের নিচে আটকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তবে অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন মিজোরামবাসী নন। একজন শিশুকে উদ্ধার করে, তাকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজ্য জুড়ে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস নেমেছে। হুন্টারে জাতীয় সড়ক ৬-এ ভূমিধসের কারণে আইজল রাজ্যের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পাশাপাশি ভূমিধসের কারণে আন্তঃরাজ্য ও মহাসড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বন্ধ স্কুল-কলেজ। সরকারি কর্মচারীদের বাড়িতে থেকে কাজ করতে বলা হয়েছে, চালু রয়েছে জরুরি পরিষেবা।(