Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অবশেষে সন্ধান মিললো তিনটি ট্রলারের, উদ্ধার ৪৯ জন মৎস্যজীবীকেই


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৮ এএম

অবশেষে সন্ধান মিললো তিনটি ট্রলারের, উদ্ধার ৪৯ জন মৎস্যজীবীকেই

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কাকদ্বীপ: অবশেষে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া তিনটি ট্রলারের সন্ধান মিললো। নিখোঁজ ট্রলারগুলির খোঁজে কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে নেমেছিল। সেই ট্রলারের মৎস্যজীবীরাই বকখালি থেকে ২৫ কিলোমিটার দূরে তিন ট্রলারের সন্ধান পান। তিন ট্রলারে থাকা ৪৯ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা হয়েছে। তার প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর কাকদ্বীপ ঘাট থেকে এফবি বাবা নীলকন্ঠএবং ডায়মন্ড হারবার মৎস্যবন্দর থেকে এফবি শ্রীহরিএফবি মা রিয়ানামে ওই তিনটি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল। গত শুক্রবার দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ট্রলার গুলি। উপকূলে ফেরার সময় ওই তিনটি ট্রলারের যন্ত্র ও যোগাযোগের মাধ্যম (ওয়্যারলেস) বিকল হয়ে যায়। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেওয়া ট্রলারটিতে ১৬ জন এবং ডায়মন্ড হারবার থেকে মাছ ধরতে যাওয়া দুটি ট্রলারের একটিতে ১৪ জন ও অন্যটিতে ১৯ জন মৎস্যজীবী ছিলেন। ঘটনার পর থেকেই নিখোঁজ ট্রলারের খোঁজে গত তিন দিন ধরেই তল্লাশি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। সোমবারের পাশাপাশি মঙ্গলবার ও হেলিকপ্টার নামানো হয়। পাশাপাশি নিখোঁজ ট্রলারগুলির খোঁজে কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলারও গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সফলভাবে তিনটি ট্রলারে থাকা ৪৯ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।