Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হার্ভার্ড ডিগ্রিধারী জাফর জর্ডানের নতুন প্রধানমন্ত্রী


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৩ পিএম

হার্ভার্ড ডিগ্রিধারী জাফর জর্ডানের নতুন প্রধানমন্ত্রী


আম্মান, ১৭ সেপ্টেম্বর: সরকার মন্ত্রিসভার মেয়াদ পূর্ণ করে বাদশাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিশের খাসাউনে তিনি চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ তাঁর নিজের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা জাফর হাসানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন প্রধানমন্ত্রী জাফর হাসান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এতদিন তিনি টেকনোক্র্যাট মর্যাদায় বাদশাহ আবদুল্লাহর উপদেষ্টা ছিলেন দেশে তাঁর গ্রহণযোগ্যতাও ভালো জর্ডানের রাজকীয় আদালত এক বিবৃতিতে জাফর হাসানের নিয়োগ নিশ্চিত করেছে এদিকে পদত্যাগপত্র জমা দিলেও জর্ডানের সংবিধান অনুসারে, নতুন মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিশের খাসাউনে সুতরাং এখনই সরকারি দায়িত্ব থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না ১৯২৯ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে সংসদীয় সরকার ব্যবস্থা শুরু হয়েছে তবে জর্ডানের সংবিধান অনুসারে বেশিরভাগ ক্ষমতা বাদশাহের হাতেই রয়েছে তিনি সরকারপ্রধান নিয়োগ এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন সরকারি যে কোনও ইস্যুতে সিদ্ধান্তের ব্যপারে বাদশাহর মতামতকেই চূড়ান্ত বলে গণ্য করা হয়