Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অতিবৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত বীরভূম , দুর্গতদের পাশে বিধায়ক ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ এএম

অতিবৃষ্টি  ও  বন্যায় বিপর্যস্ত বীরভূম ,  দুর্গতদের পাশে বিধায়ক ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব

কৌশিক সালুই বীরভূম :- অতিবৃষ্টির জেরে বীরভূম জেলাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বিধানসভার জলমগ্ন এলাকায় দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন। প্রায় চার দিন ধরে একনাগরে চলছে বৃষ্টি।


রাজ্যের অন্যান্য জেলার পাশে বীরভূমেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও দুর্গত মানুষের অভিযোগ জানতে এলাকায় গিয়ে হাজির হচ্ছেন। মঙ্গলবার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সিউড়ি ১ ব্লকের ভুরকুনা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখলেন।


শাড়ি তিরপল দূর্গতদের মধ্যে বিলি করলেন পাশাপাশি খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করলেন বিধায়ক। অন্যদিকে সিউড়ি এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কাজল শাহ তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের বাশঝোড় এলাকায় অতি বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন," মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অতিবৃষ্টি এবং বন্যার জেরে  যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে প্রশাসনিক এবং ব্যক্তিগত সমস্ত ধরনের সাহায্য পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছে।ন সেই মতো আমরা এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত ধরনের সাহায্য করেছি"।