Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৮ পিএম

কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে

পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। 


এদিন মমতা আরও বলেন, সিপি আগে থেকেই পদত্যাগ করতে চেয়ে ছিলেন । এদিন সিপির সঙ্গে অনেক কথা হয়েছে । ওনার নামে অনেক কথা শুনলামও। 


এদিন উনি নিজে বললেন, আমার ঘর-পরিবার আছে । আমি স্বেচ্ছায় পদত্যাগ দিলাম । মুখ্য সচিব এর সঙ্গে কথা হয়েছে । জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তিন অফিসার কে সরানোর দাবি জানানো হয়েছিল , আমরা দুই জন কে মেনে নিয়েছি । আমি বুঝিয়ে বললাম পুরো ঘর একসঙ্গে খালি করে দেওয়া যায়না । তাহলে প্রশাসন কে চালাবে ? পাশাপাশি এদিন ডিএইচএস এবং ডিএমএসকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে । 



ওদের ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি । বর্তমানে রাজ্যের পরিস্থিতি ভালো না ।  তাদের কাজে ফিরতে অনুরোধ জানিয়েছি । বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। পাল্লা দিয়ে বেড়ে চলেছে ম্যালেরিয়া, ডেঙ্গি । এই অবস্থায় ওঁরা কাজে ফিরুন। আবেদন করেছি।

প্রায় ৬ ঘন্টা ১২ মিনিট পর বাস ভবন থেকে বের হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান ।  বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি জানান, রাজ্য সরকারের তরফে মিনিটসে সই করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। জুনিয়র চিকিৎসক দের পক্ষ থেকে ৪২ জন সই করেছে । ওদের আন্দোলন কে কুর্নিশ জন্যই । আজকের আলোচনাই ওরাও খুশি , আমরাও খুশি । 


যাদের এদিন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের বদলে কে কে দায়িত্ব গ্রহণ করবেন সেটা 

আজ বিকাল চারটার পর ঘোষণা করবেন মুখ্য সচিব মনোজ পন্থ।