Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিশ্ব নবী প্রত্যেক মুসলমানের রোল মডেল হওয়া উচিত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৬ এএম

বিশ্ব নবী প্রত্যেক মুসলমানের রোল মডেল হওয়া উচিত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রত্যেক মুসলি উম্মাহর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ নবী মুহাম্মদ (সা.)-কে রোল মডেল হিসেবে আখ্যায়িত করার আহবান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার পুত্রজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি বলেন, "প্রত্যেক মুসলমানের নবীর কাছ থেকে শেখা উচিত শুধু ব্যক্তিত্বের দিক থেকে নয়, বরং তার নেতৃত্ব, সামাজিক অংশগ্রহণ এবং পরিবার, বিশেষ করে মদিনা জাতির মডেলের দিক থেকেও শিক্ষা নেওয়া উচিত।" আনোয়ার ইব্রাহিমের কথায়, মদিনা সনদ থেকে আমরা যা শিখেছি তার ভিত্তিতে, যা তিনি ন্যায়বিচার ও সহানুভূতির ভিত্তিতে ঐক্যের কাঠামোতে বৈচিত্র্যের সূত্র ব্যবহার করে উত্থাপন করেছিলেন।