Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মধ্য এবং পশ্চিম আফ্রিকায় বন্যায় মৃত ১,০০০-রও বেশি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৬ পিএম

মধ্য এবং পশ্চিম আফ্রিকায়  বন্যায় মৃত ১,০০০-রও বেশি

মাইদুগুরি, ১৫ সেপ্টেম্বর: জানা গেছে, মধ্য পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যায় হাজারেরও বেশি মানুষ মারা গেছে ধ্বংস হয়ে গিয়েছে হাজার হাজার বাসস্থান ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ লক্ষ মানুষ এদিকে,  নাইজেরিয়ায় ভয়াবহ বন্যার পর কারাগার থেকে পালিয়েছে প্রায় ৩০০ বন্দি সূত্রের খবর, বন্যায় কারাগারের দেওয়াল ধসে পড়ার পর পালিয়ে যায় বন্দিরা তবে পলাতক বন্দিদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী বিধ্বংসী বন্যায় গত সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেওয়াল ধসে পড়ার ফলে ২৮১ জন বন্দি পালিয়ে যায় বলে জানায় কারা কর্তৃপক্ষ নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র উমর আবু বাকার এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে পুনরায় আটক করা হয়েছে আবু বাকার বলেন, ভয়াবহ এই বন্যা মিডিয়াম সিকিউরিটি কাস্টডিয়াল সেন্টারের পাশাপাশি শহরের স্টাফ কোয়ার্টারসহ কারাগারের দেওয়ালগুলোকেও ভেঙে দিয়েছে মাইদুগুরি হলো নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী যা গত সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয় ভারি বৃষ্টির পরে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করার পর বন্যা শুরু হয় এই বন্যায় একটি রাষ্ট্রীয় মালিকানাধীন চিড়িয়াখানা ধ্বংস হয়ে গেছে এবং বন্যাকবলিত এলাকাগুলোতে কুমির সাপ ভেসে বেড়াচ্ছে