Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

বৈঠক কতদূর, জানতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে উৎসাহী মানুষের ভিড়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০১ এএম

বৈঠক কতদূর, জানতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে উৎসাহী মানুষের ভিড়

পুবের কলম, ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক ফলপ্রসূ হল কিনা জানতে কালীঘাটে উৎসাহী মানুষের ভিড়। আজ সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। বিকেল ৫টার সময় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে বিস্তর আলোচনার পর সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ একটি বাসে করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ৩০ জন চিকিৎসকের এক প্রতিনিধি দল।


বিগত ৩৬ দিন ধরে আন্দোলন চলছে। এর আগে নবান্ন ও শনিবার কালীঘাটে বৈঠকের কথা থাকলেও লাইভ স্ট্রিমিং ও ভিডিয়োগ্রাফির দাবিতে বৈঠক ভেস্তে যায়। আজ ফের বৈঠকের আহ্বান জানিয়ে রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে আসতে বলা হয়। মুখ্যসচিবের কাছ থেকে চিঠি যায় আন্দোলনকারিদের কাছে। পরে তারা দীর্ঘ আলোচনার পর তাদের শর্তাবলী ইমেল করে মুখ্যসচিবকে জানায়।

তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, লাইভ স্ট্রিমিং বা ভিডিয়োগ্রাফি হবে না। কার্যবিবরণীতে দুই পক্ষের স্বাক্ষর করা হবে, বৈঠকের পরে উভয় পক্ষের হাতে তুলে দেওয়া হবে। দুজন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছন চিকিৎসকেরা।    


এদিন সাংবাদিকদের সামনে জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, পাঁচ দফা দাবি নিয়ে কোনও সমঝোতায় রাজি নই। আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বৈঠকে কিছু জানাব না। আলোচনায় রাজি, কার্যবিবরণী লিখতে ডাক্তারদের প্রতিনিধি থাকবে। আমরা সদর্থক আলোচনায় বিশ্বাসী। কর্মবিরতি নিয়ে ই মেলে কোনও উল্লেখ নেই, তাই আপাতত আমরা পাঁচ দফা দাবি নিয়ে কালীঘাটে যাচ্ছি।  আমরা কোনও ধরনের সিদ্ধান্ত ওখানে নেব না, এখানে এসে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের এই লড়াই ন্যায়বিচারের লড়াই। সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান আন্দোলনকারিদের।