Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

‘স্বাধীন ফিলিস্তিন না হলে সম্পর্ক স্বাভাবিক হবে না’ ইসরাইলকে সউদি আরব


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৮ পিএম

‘স্বাধীন ফিলিস্তিন না হলে  সম্পর্ক স্বাভাবিক হবে না’  ইসরাইলকে সউদি আরব

রিয়াধ, ১৬ সেপ্টেম্বর: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সউদি আরব ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন সউদি আরবের প্রাক্তন গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল লন্ডন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে এক বক্তব্যে একথা বলেতিনি প্রিন্স তুর্কি আল-ফয়সাল অতীতে যুক্তরাষ্ট্রে সউদি আরবের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি বলেন, যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ইসরাইল সউদি আরবের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী কিন্তু রিয়াধের অবস্থান হল যদি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ইসরাইল স্বীকার করে, তবেই সউদি আরব সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাববে তুর্কি আল-ফয়সাল বলেন, ‘একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সউদি আরবের সঙ্গেই নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরাইলের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণসউদি আরবের এই কূটনীতিক আরও বলেন, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সউদি আরবের কাছে প্রাথমিক শর্ত হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কিন্তু ইসরাইল সরকার বলছে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেইফিলিস্তিন ইস্যুতে ইসরাইলকে সউদি আরবের নীতি মনে করিয়ে দিয়ে প্রিন্স ফয়সাল বলেন, ১৯৬৭ সালের সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকবে সউদি আরব