Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

১৯৪৯ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড় সাংহাইয়ে!


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪১ পিএম

১৯৪৯ সালের পর সবচেয়ে  শক্তিশালী ঝড় সাংহাইয়ে!
সাংহাই, ১৬ সেপ্টেম্বর: চিনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বেবিনকা গত সাত দশকের মধ্যে শহরটিতে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী ঝড় এটি এই ঝড়ের কারণে বাতিল হয়েছে বহু ফ্লাইট, পিছিয়ে গেছে ট্রেনের শিডিউল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সাংহাইয়ে আঘাত হানে টাইফুন বেবিনকা জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) বলেছে, তারা এই ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার রেকর্ড করেছে তবে চিনের আবহাওয়া দফতর জানিয়েছে, আছড়ে পড়ার সময় আই অফ দ্য টাইফুনের কাছে বাতাসের গতিবেগ ১৫১ কিমি প্রতি ঘণ্টা রেকর্ড করা হয়েছে সোমবার শহরটিতে ফেরি চলাচল স্থগিত করা হয় বন্ধ হয় বেশ কিছু ট্রেনের লাইন, বন্দর, সেতু মহাসড়ক সাংহাই ডিজনি রিসর্টসহ শহরের অনেক পর্যটনকেন্দ্রও বন্ধ রাখা হয় রবিবার মধ্যরাতের মধ্যে সাংহাইয়ে লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র স্কুল জিমগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয় এটিকে ১৯৪৯ সালের পর থেকে সাংহাইতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বর্ণনা করেছে চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এর আগে, ঝড়ো হাওয়া, ভারি বৃষ্টিপাত এবং পূর্ব চিনের বিশাল অংশে উপকূলীয় বন্যার আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছিল স্থানীয় কর্তৃপক্ষ প্রসঙ্গত, চিনে ঐতিহ্যবাহী মুন ফেস্টিভাল উপলক্ষে গত রবিবার থেকে শুরু হয়েছে দিনের জাতীয় ছুটি এসময় সাধারণত চিন সফরে যান  পর্যটকরা কিন্তু এবার শক্তিশালী ঝড়ের কারণে সেই পরিকল্পনা বাতিল করেছেন অনেকে প্রাণঘাতী সুপার টাইফুন ইয়াগির পরে চলতি মাসে চিনে আঘাত হানা দ্বিতীয় বড় ঝড় হল বেবিনকা