Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আরটির ওপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৬ পিএম

আরটির ওপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টার অভিযোগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির ওপর নিষেধাজ্ঞা জারি করল বাইডেন সরকার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। বিদেশমন্ত্রী বলেন, 'এই সংবাদমাধ্যমটি রাশিয়া সমর্থিত মিডিয়া আউটলেটের একটি নেটওয়ার্কের অংশ, যা গোপনে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছে।' একই সঙ্গে আরটিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রকৃত হাতবলেও অভিযোগ করেন তিনি। ব্লিঙ্কেনের কথায়, 'রাশিয়ান সরকার আরটির মধ্যে ঢুকে পড়েছে। সাইবার অপারেশনাল ক্ষমতা এবং রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি ইউনিট হয়ে পড়েছে এটি।'

এদিকে মার্কিন বিদেশমন্ত্রী বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আরটি। সংবাদমাধ্যটি ব্লিঙ্কেনের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ষড়যন্ত্র তত্ত্ব বলে ঘোষণা করেছে। অন্যদিকে, রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে একটি নতুন পেশাথাকা উচিত।