Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

লাইভ স্ট্রিমিং জটে আটকে বৈঠক, দরজায় প্রতীক্ষায় মুখ্যমন্ত্রী


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩২ এএম

লাইভ স্ট্রিমিং জটে আটকে বৈঠক, দরজায় প্রতীক্ষায় মুখ্যমন্ত্রী
কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় মুখ্যমন্ত্রী (ছবি-খালিদুর রহিম)

পুবের কলম, ওয়েবডেস্ক:  সরাসরি সম্প্রচার না হলে ভিডিয়ো করার দাবি, আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকদের। এদিন আন্দোলনকারিরা বলেন, কী কথা হবে কালীঘাটের বৈঠকে, জানার অধিকার আছে সবার। তবে লাইভ স্ট্রিমিং করতে রাজি নয় রাজ্য সরকার।

চিকিৎসকেরা জানান, আমাদের ভিডিয়োগ্রাফারকে ভিতরে যেতে দিতে রাজি নয়, রাজ্য সরকার। প্রায় দেড়ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও ভিডিয়োগ্রাফি অনুমোদন মেলেনি সরকারের তরফে। চিকিৎসকদের তরফে দ্বিপাক্ষিক ভিডিয়ো তোলার আবেদন।

তাদের প্রশ্ন, আমরা কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ভিডিয়ো করা হচ্ছে, তাহলে আমাদের কেনো ভিডিয়ো করতে দেওয়া হয়। লাইভ স্ট্রিমিং না হলে, তারা বৈঠক করবে না, আপাতত সেই দাবিতে অনড় একাংশ।  এদিকে বৈঠকে জন্য বাড়ির দোরগোড়ায় ঠায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 

এদিন মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বলেন,   তোমরা কেনো ভিজছো? আমি বলছি তোমরা ভিজো না। তোমরা যারা একদম ভিজে গেছো, এখানে এসে জামা কাপড় ছেড়ে নাও।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা পুরো বৈঠক রেকর্ড রাখব, আমরা এখন টেলিকাস্ট করব না। কোর্টের কেস না মিটলে বৈঠক টেলিকাস্ট হবে না। আমার ওপর বিশ্বাস রাখতে পারো। তোমরা ভিতরে এসো। বৈঠক না করতে চাইলে, আমার ঘরে এসে এক কাপ চা খেয়ে যাও। তোমাদের চিঠিতে ছিল না, লাইভ স্ট্রিমিংয়ের কথা।