Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নবান্নের পর এবার কালীঘাট, বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় আন্দোলনকারি চিকিৎসকেরা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৮ পিএম

নবান্নের পর এবার কালীঘাট, বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় আন্দোলনকারি চিকিৎসকেরা

পুবের কলম, ওয়েবডেস্ক: নবান্নের পরে কালীঘাটেও সেই একটি বিষয় নিয়ে জটিলতা দানা বাঁধল। এখানেও আন্দোলনকারীরা স্বচ্ছতা বজায় রাখার দাবিতে বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় চিকিৎসকেরা। 

এদিন ১৫জনের কথা থাকলেও ৩০ জনের চিকিৎসকের একটি প্রতিনিধি দল কালীঘাটের বাড়িতে আসেন। সন্ধ্যা ৬টার সময় বৈঠকের কথা থাকলেও, তারা প্রায় সাড়ে ৬ টার পর কালীঘাটে পৌঁছন।

এদিকে আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, তারাও চাইছেন যে অচলাবস্থা তৈরি হয়েছে তার অবসান হোক। 

আরজি কর কাণ্ডে টানা একমাসের বেশি সময় ধরে 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান দিয়ে বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর কাণ্ডের শুনানি। এর আগেই শীর্ষ আদালত কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। 


কিন্তু সেই নির্দেশ কার্যত এড়িয়ে গিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন তারা। পরবর্তী সময় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকেরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি তোলেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন, তাই লাইভ করা সম্ভব নয়। কিন্তু নিজের জেদে অনড় থাকেন চিকিৎসকেরা। প্রায় দু ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করার পর, চিকিৎসকেরা বৈঠকে সায় না দেওয়ায় সেটি ভেস্তে যায়।