Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ফলের জুসে 'ইউরিন' , উত্তরপ্রদেশে গ্রেফতার ২


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৩০ পিএম

ফলের জুসে 'ইউরিন' , উত্তরপ্রদেশে গ্রেফতার ২

পুবের কলম,ওয়েবডেস্ক: ভরা বাজারে কুকীর্তি। ফলের জুসে 'ইউরিন' মিশিয়ে বিক্রি। গ্রেফতার নাবালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। বলা বাহুল্য, ভরা বাজারে চলতি দোকান। গ্রাহকের সংখ্যাও কম নয়। ভিড় লেগেই থাকে। এদিন দোকান থেকে জুস খেয়ে সন্দেহ হয় একাংশের। খবর দেওয়া হয় পুলিশে। অভিযোগ, ফলের রসের সঙ্গে মূত্র মিশিয়ে তাদের বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে দোকানের  ইন্সপেকশনে যায় পুলিশ। দোকানের মালিক'কে জিজ্ঞাসা করা হয়। কথায় অসঙ্গতি পেয়ে দোকানের ভিতর ঢুকে পড়ে পুলিশ। সেখান থেকে ইউরিন ভরা প্লাস্টিকের জারও পেয়েছে পুলিশ। ঘটনায় দোকানের মালিককে গ্রেফতার ও তাঁর নাবালক ছেলেকে আটক করেছে স্থানীয় থানার পুলিশ।