Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সেবি প্রধানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল সাংসদের, জাতীয় স্বার্থে তদন্ত হওয়া উচিত বললেন মহুয়া


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৬ এএম

সেবি প্রধানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল সাংসদের, জাতীয় স্বার্থে তদন্ত হওয়া উচিত বললেন মহুয়া

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বরঃ শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবি প্রধানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেবি প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে লোকপালে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে এই পদক্ষেপের কথা জানিয়েছেন মহুয়া। এদিন তিনি লেখেন, "মিস পুরি-বুচের বিরুদ্ধে আমি লোকপালে অভিযোগ দায়ের করেছি। ৩০ দিনের মধ্যে লোকপালকে প্রাথমিক তদন্ত করে এফআইআর দায়ের করতে হবে। সেই মামলা তদন্তের জন্য সিবিআই-ইডির কাছে পাঠাতে হবে। জড়িত প্রত্যেককে তলব করে সব সূত্রের তদন্ত করা দরকার।" তিন পাতার চিঠিতে মহুয়া মৈত্র বলেন, যেহেতু বিষয়টি জাতীয় স্বার্থ কোটি কোটি বিনিয়োগকারীর স্বার্থ জড়িত, তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত