Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

চোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত,  পুলিশকে হুমকি বজরং দলের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৫ এএম

চোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত,  পুলিশকে হুমকি বজরং দলের

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: বিদ্বেষের চূড়া ছুঁয়ে ফেলেছে দেশ। বিশেষ করে মুসলিম বিদ্বেষ। একটি বিশেষ সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করা, ছোট ছোট কারণে পিটিয়ে হত্যা করা যেন এখন ফ্যাশানে পরিণত হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ নিজেদের সুবিধার্থে কৌশলে জনমানবে মুসলিম বিদ্বেষের বিজ বপন করে দিচ্ছে। আর সাধারণ মানুষ সেগুলো নির্লিপ্তভাবে গ্রহণ করছে। বিশেষ করে গো-বলয়ের রাজ্যে এহেন ঘটনা রুটিনে পরিণত হয়েছে। ফের চোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হল যোগীরাজ্যে। মৃতের নাম মুহাম্মদ ফরিদ আলিয়াস ঔরঙ্গজেব । বয়স ৩৫। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজ  চলছে বলে জানা গিয়েছে। গণপিটুনি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ।  সংশ্লিষ্ট ঘটনায় অবস্থান বিক্ষোভ করেছে অখিলেশ যাদবের সমজাবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং  মৃতের পরিবার। আরও তিন অভিযুক্তের গ্রেফতারির দাবি  জানিয়েছে তারা। অন্যদিকে  বজরং দল হুমকি দিয়েছে, পুলিশ চোরের রক্ষকদের আড়াল করলে বিক্ষোভ আন্দোলন শুরু করবে। সব মিলিয়ে মামা ভঞ্জ এলাকায় উত্তেজনার পারদ তুঙ্গে। এই অবস্থায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। আশেপাশের এলাকায় বন্ধ রয়েছে রেলওয়ে বাজারের দোকানপাট ।