Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ট্রেনে কিশোরীকে শ্লীলতাহানি, বেধড়ক মারধরের জেরে মৃত্যু রেল কর্মীর


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৩ পিএম

ট্রেনে কিশোরীকে শ্লীলতাহানি, বেধড়ক মারধরের জেরে মৃত্যু রেল কর্মীর

পুবের কলম, ওয়েবডেস্কঃ রেলের এক কর্মীকে ট্রেনের ভেতরেই বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারধরের জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার ঘটনাটি ঘটেছে লখনউ ও কানপুরের মধ্যে দিল্লিগামী হামসফর ক্লোন এক্সপ্রেসে। রেল সূত্রে খবর, মৃত গ্রুপ ডি কর্মীর নাম প্রশান্ত কুমার। তাঁর বয়স ৩০ বছর। তিনি বেগুসরাই রেল স্টেশনে পোস্টিং ছিলেন। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্ত করা হয়। এরপর তার পরিবার দেহ নিয়ে যায়।


অভিযোগ, ওই রেলকর্মী ১১ বছর বয়সি এক কিশোরীকে ট্রেনের মধ্যেই শ্লীলতাহানি করেছিল। তারপরই তাকে বেধড়ক মারধর করে যাত্রীরা বলে অভিযোগপুলিশ জানিয়েছে, এক কিশোরীকে প্রশান্ত তার শরীরে স্পর্শ করেছিল। এরপরই ওই কিশোরীর বাবা ও অন্যান্য যাত্রীরা তাকে মারধর করা শুরু করেন। কানপুর সেন্ট্রাল স্টেশনে ট্রেনটি এলে তাকে জিআরপির কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ওই কিশোরীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করে। প্রশান্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়।

এদিকে প্রশান্তের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।